লাইফস্টাইল ডেস্ক:- খেতে বসে কী মেনু রয়েছে, তা নিয়ে চিন্তা করার বদলে সেক্স নিয়ে ভাবতেই পছন্দ করেন পুরুষরা। শুধু তাই নয়, শয্যাসঙ্গীর শরীরের কোন অংশ সবচেয়ে আবেদনময়ী-তা নিয়েও এইসময় চুলচেরা বিশ্লেষন করেন পুরুষরা। ইউনিভার্সিটি অফ রোচেস্টার মেডিক্যাল সেন্টার পয়েন্টের গবেষকদের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সহকারী অধ্যাপক ডগলাস পোর্টম্যান বলেন, আমরা জানি মানুষের আচরণ বেশ কিছু বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন তাঁর সংস্কৃতি, পারিপার্শ্বিক পরিবেশ, সামাজিক রীতিনীতি। পুরুষ মস্তিষ্কের নিউরনের উপর গবেষণা চালিয়ে এ কথা প্রমানিত হয়েছে যে পুরুষরা সেক্স নিয়ে ফ্যান্টাসি করতে ভালবাসেন। মহিলাদের তুলনায় ১০ গুন বেশি ভাবেন।সূত্র: ইন্টারনেট
খেতে বসেও সেক্স নিয়ে ভাবেন পুরুষরা
Share This