খুনিদের নিয়ে যারা দল করতে যায়, তারা ব্যর্থ হয়:প্রধানমন্ত্রী

জি নিউজ  অনলাইনঃ-  রাজনৈতিক দেউলিয়াদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যর্থদের কাছ থেকে রাজনীতি শেখার ইচ্ছা আমাদের নেই। খুনিদের নিয়ে যারা দল করতে যায়, তারা ব্যর্থ হয়। তারা আবার আমাদের কাছে উপদেষ্টা হতে ধর্ণা দেয়; তাদের সম্পর্কে কিছু বলা দরকার আছে। রাজনৈতিক দেউলিয়ারা অসময়ে সরব আর সময়ে নিরব থাকে। তারা সফল হলে আমরা এ জায়গায় থাকতে পারতাম না। প্রধানমন্ত্রীবলেন, বাংলাদেশ আর দরিদ্র থাকবেনা। আজকে আর বাংলাদেশকে বিশ্বের দরবারে ভিক্ষার ঝুড়ি নিয়ে যেতে যায়না। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ নেতার সমাপ্তি বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। গতকাল একটি রায় হয়েছে। বিচার বিভাগ স্বাধীন। গতকাল তারা স্বাধীনভাবে এ রায় দিয়েছে। এ বিচার চলছে। এ বিচার চলবে। আমি জানিনা জামায়াত কেন হরতাল ডাকলো। তারা কী অখুশি? ফাঁসি দিলে কী তারা খুশি হতো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমুদ্রের তলে যত সম্পদ রয়েছে আমরা তা তুলে আনবো। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য দুটি বিষয় চালু করে দিয়েছি। পাশাপাশি কক্সবাজারে একটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট চালু করেছি।

Exit mobile version