জি নিউজঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা খালেদাকে ফোন করলাম, গণভবনে তাকে দাওয়াত দিলাম, হরতাল প্রত্যাহারের আহ্বান জানালাম, কিন্তু তিনি আমাকে কী ঝাড়ি দিলেন সেটা আপনারা শুনেছেন। প্রধানমন্ত্রী বলেন, উনি মুখে বলেন বিশৃঙ্খলা চান না, আর কাজে তিনি বোমা মারেন, মানুষকে পুড়িয়ে মারেন। এটা কি বিশৃঙ্খলা নয়। আজ শনিবার রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৮ দলীয় জোট ৪-৬ নভেম্বর দেশে হরতাল দিয়ে পরীক্ষা ঠেকাতে চায়। আমাদের ছেলে-মেয়েরা সঠিক সময়ে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হবে, এটাই দেশের মানুষ চায়। কিন্তু ১৮ দলীয় জোট এটা চায় না। তাই তারা হরতাল দিয়ে পরীক্ষা ঠেকাতে চায়। এর আগে শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উনি ধর্মের কথা বলেন, অথচ হেফাজতকে নিয়ে ৫ মে তিনি কী তাণ্ডবই না চালিয়েছিলেন তা আপনারা জানেন। সে সময়ও আমি তাকে আলোচনার আহ্বান জানিয়েছিলাম, তিনি আমাকে আলটিমেটাম দিয়েছিলেন, আমি নাকি পালাবার পথ পাবো না। আমি তো এখনো আছি। শেখ হাসিনা তার সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। ফের সরকার গঠন করলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন বলে ওয়াদা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঃ-০২ নভেম্বর, ২০১৩
খালেদা আমাকে কি যাড়ি দিলেন সেটা আপনারা শোনেছেন – প্রধানমন্ত্রী
Share This