ক্ষমতার জোরে যতই আইন করুন না কেন,বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না:মির্জা আব্বাস

জি নিউজ  অনলাইনঃ-  ক্ষমতার জোরে যতই আইন করুন না কেন। কোনো আইনকানুন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস । তাই সময় থাকতে জনগণের দাবি অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

 তিনি বলেন, বিএনপির আন্দোলন হবে অহিংস। আর এই অহিংস আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। আপনারা যদি গণতান্ত্রিক ও বৈধ সরকার হয়ে থাকেন তাহলে বিএনপির অহিংস আন্দোলনে বাধা দেবেন না।

 বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগার বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আব্বাস বলেন, স্লোগান দেওয়ার সময় এখনো আসেনি। এ ইচ্ছা শক্তি জমিয়ে রাখুন। এমন এক সময় আসবে যখন বিএনপির নেতা-কর্মীদের স্লোগানে শেখ হাসিনার তল্পিতল্পা উড়ে যাবে।

 সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড.আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেলসহ ২০ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Exit mobile version