ক্রিকেট খেলা ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হামলা- আহত ২২

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলা ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পৃথক দু’টি ঘটনায় হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ২২জন। এদের মধ্যে গুরুতর আহত ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামে ক্রিকেট খেলার জয় পরাজয় নিয়ে গতকাল বিকেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। নুরু ফকির ও আজাহার ফকিরের নেতৃত্বে ১০-১২জনের একটি দল প্রতিপক্ষ তুহিন হাওলাদার, সাগর হাওলাদার, রোমান হাওলাদার, আরিফ হাওলাদার, সোহেল, মনির হাওলাদার, সোহাগ হাওলাদার, শরীফ হাওলাদারসহ ১০জনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত তুহিন ও সাগরকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং অপর দু’জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে উপজেলার রামানন্দের আঁক গ্রামে জমির সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক ঘটনায় হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১২জন। গুরুতর আহত ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতসূত্রে জানা গেছে, জমির সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাতে সুভাষ মজুমদার ও ননীগোপাল মজুমদারের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ননীগোপাল মজুমদার, টিটু মজুমদার, বীথিকা মজুমদার, নয়ন মজুমদার, সুলতা মজুমদার, ধুপদী মজুমদার ও মনীন্দ্র মজুমদারসহ ৮জন আহত হয়। অপরদিকে উপজেলার রাজাপুর গ্রামে জমির সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সজল অধিকারী, রবীন অধিকারী ও সমীর অধিকারীসহ ৪জন আহত হয়। উভয় ঘটনায় ১০ জনকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

 

Exit mobile version