ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনা শ্রদ্ধা,

 

স্টাফ  রিপোর্টার, জি নিউজ,বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নগরীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগের  সভানেত্রী  হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবার পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মহীউদ্দিন খান আলমগীর, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রী উপদেষ্টা ডা. সৈয়দ মেদাচ্ছের আলী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক  সহ অনেকে।  এবং দলের সহযোগী সংগঠনের অপর কেন্দ্রীয় নেতারা। পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক  লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

Exit mobile version