অনলাইন ডেস্ক:- এবার নগ্ন ছবি ফাঁস হলো কেলি ব্রুকের। জেনিফার লরেন্স, রিহানা, কিম কার্দাশিয়ানের পর ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও মডেলের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি এখন ঘুরছে অন্তর্জাল দুনিয়ায়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানায়, এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ব্রুক। ফাঁস হওয়া ছবিগুলোর একটিতে দেখা যায়, নগ্ন ব্রুক বিছানায় শুয়ে সেলফি তুলছেন। এর আগে কেবল অন্তর্বাস পরিহিত নিজের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রায়ই পোস্ট করতে দেখা গেছে ‘পিরানহা থ্রিডি’ ও ‘সারভাইভাল আইল্যান্ড’ খ্যাত এই অভিনেত্রীকে। কেলির বরাত দিয়ে এক সূত্র বলছে, ছবি ফাঁসের ঘটনায় কেলি মর্মাহত। অতীতে হয়তো নিজের দেহের ছবি থেকে আর্থিকভাবে তিনি লাভবান হয়েছেন। কিন্তু এই ছবিগুলো ছিল গোপনীয়, যা পুরো দুনিয়ার সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। তিনি আতঙ্কিত। নারী তারকাদের নগ্ন ছবি ফাঁস হওয়া শুরু গত আগস্ট মাসে। জেনিফার লরেন্স, রিহানা, কেইট আপটন, সেলেনা গোমেজের মতো তারকাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তাদের আইক্লাউড অ্যাকাউন্ট থেকে হ্যাক করে প্রকাশ করে দেওয়া হয় ফোরচ্যান ও রেডিটের মতো ওয়েবসাইটে। পরে এই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন যে ১০১ জন নারী তারকার ছবি হ্যাক হয়েছে বলে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে ব্রুকের নাম থাকলেও সে সময় নিজের নগ্ন ছবির অস্তিত্বের কথাই স্বীকার করেননি তিনি। তবে এবার ফাঁস হওয়া ছবি নিয়ে আর লুকোচুরি করেননি এই ব্রিটিশ সুন্দরী। সূত্র : মিরর, ওকে।
এবার নগ্ন ছবি ফাঁস হলো কেলি ব্রুকের
Share This