উপজেলা নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়-সিইসি

জি নিউজ বিডি ডট নেটঃ- প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন আগামী আসন্ন উপজেলা নির্বাচন বাস্তবে দলীয় মোড়কে হলেও তাকে নির্দলীয় নির্বাচন দাবি করলেন সিইসি । প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা নির্বাচন কমিশনের কাছে নির্দলীয়। তাই এ নির্বাচনকে দলীয় ভাবার কোনো সুযোগ নেই।গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে উপজেলা র্নিবাচনের তফসিল ঘোষণাকালে সাংবাদিকদেরে বলেন, উপজেলা নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচনেও সেনাবাহিনী মাঠে থাকবে। এছাড়া আইন শৃঙ্খলাবাহিনীর অন্যান্য সদস্যরাও মাঠে থাকবে।সিইসি বলেন, আসন্ন নির্বাচনে ভোটররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  নির্বাচনে আচরণবিধি লঙ্গনের বিষয়ে তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, আশাকরি সকল প্রার্থীই আইন মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন। অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।কাজী রকিব আরো বলেন, আশা করি প্রার্থীরা যাচাই বাছাই করে স্থানীয় রির্টার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দাখিল করবেন।আমাদেরও লিখিতভাবে প্রার্থীরা অভিযোগ করতে পারেন। এদিকে ৪৮৭টি উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ৯২টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৬ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী ৯২টি উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন টাঙ্গাইল-৮ শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে।তাঃ-১৪ ফেব্রুয়ারী ২০১৪।

 

 

Exit mobile version