উত্তর বাড্ডায় জুমার নামাজের পর পুলিশের গাড়িতে আগুন বেশ কয়েটি ভাঙচুর

badda 7জি নিউজ বিডি ডট নেট ঃ- ঢাকায় শিবিরের তাণ্ডব– রাজধানীর উত্তর বাড্ডায় জুমার নামাজের পরই এলাকায় তাণ্ডব চালিয়েছে শিবিরকর্মীরা নামাজের পরই শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে আগুন দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর রাজধানীর উত্তর বাড্ডায় রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নামাজ শেষে বাড্ডার কুয়েতি মসজিদ থেকে শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পেট্রোল বোমা মেরে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করেও পেট্রোল বোমা ছুড়ে মারা হয়। এতে পুলিশের পিকআপ ভ্যানটিতেও আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেছে তারা। পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে   বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ছয়জন আটক করেছে। এরা সবাই জামায়াত-শিবিরের কর্মী বলে তিনি জানান।

Exit mobile version