আজ শু ক্রবার সকাল ৯টার দিকে উত্তরার জসিমউদ্দিন সড়কে দুর্ঘটনায় দুই পথচারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি । উত্তরা থানার ওসি রেজাউল হাসান – জি নিউজ বিডি.নেটকে- জানান, বলাকা পরিবহনের বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় রাস্তা পার হতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন দুইজন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উত্তরা থানার ওসি জানান, পুলিশ চালক লোকমান সহ বাসটিকে আটক করেছে ।