জি নিউজ অনলাইনঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবছরের ন্যায় এই বছরও ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সোমবার বেলা ১১টা থেকে এ শুভেচ্ছা বিনিময় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন বেগম খালেদা জিয়া। এরপর বেগম জিয়া রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের এক নম্বর বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের সময় কাটাবেন।
ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন: খালেদা জিয়া
Share This