ইসলামের নামে জঙ্গিবাদ নয় : প্রধানমন্ত্রী

জি নিউজঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনাচলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন শুক্রবার সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেনআজ শনিবার থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবেহজ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানানতিনি বলেন, ইসলাম অত্যন্ত পবিত্র ও শান্তির ধর্মআমার খুব দুঃখ হয় যখন আমরা দেখি এই শান্তির ধর্ম, পবিত্র ধর্মের নাম নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে ইসলামেরই দুর্নাম করা হয়আমি আশা করি, যারা এসব কাজে লিপ্ত তারা এ কাজ থেকে বিরত হবেনধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হতে পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সে লক্ষ্য নিয়েই আমরা শিক্ষানীতি গ্রহণ করেছিপার্থিব শিক্ষা ও ধর্মীয় শিক্ষা যেন আমরা নিতে পারি সে পদক্ষেপ নিয়েছিবায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংস্কারের জন্য সৌদি সরকারের আর্থিক সহায়তার কথা স্মরণ কওে সৌদি বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনাতিনি বলেন, প্রত্যেক জেলায় একটি করে মসজিদকে আমরা উন্নতমানের মসজিদ হিসেবে গড়ে তুলবপর্যায়ক্রমিকভাবে প্রত্যেক উপজেলায় একটি করে উপজেলাভিত্তিক মসজিদ হবেসব থেকে সুন্দর ও উন্নতমানের মসজিদ আমরা তৈরি করবঅথবা যে মসজিদ আছে তার মান উন্নত করবএ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এনএ আল বুশাইরির দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম যে সত্যিকারের শান্তির ধর্ম তার প্রচার ও প্রসারে আমরা পদক্ষেপ নেবসৌদি সরকার যদি এই মসজিদ উন্নয়নে আমাদের সহায়তা করে, তাহলে এ কাজটা আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করিইসলামের প্রচার ও প্রসারে এবং ধর্ম চর্চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রীতিনি জানান, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের শেষ বছর ২০০৬ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৯৮৩গত বছর ১ লাখ ৯ হাজার ৯৫২ এবং ২০১১ সালে ১ লাখ ৫ হাজার ৬১৭ জন হজ পালন করেনআর চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাচ্ছেনসৌদি আরবে সংস্কার কাজ চলায় যারা গত পাঁচ বছরে হজ করেছেন তারা আর এ বছর হজে যেতে পারছেন নাএছাড়া সৌদি সরকার এবার বাংলাদেশের কোটা থেকে হজে যাওয়ার সুযোগ ২০ শতাংশ কমিয়ে দিয়েছেসব দেশের জন্যই এটা করা হয়েছেকারণে এবার হজযাত্রীর সংখ্যা কিছুটা কমেছে বলে উল্লেখ করেন তিনিসুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জাতীয় হজনীতি ২০১০-১৪ প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ হজব্রত পালন যেমন সুনিয়ন্ত্রিত পদ্ধতির আওতায় এসেছে, তেমনি প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।’ ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে উন্নত হজ ব্যবস্থাপনায় সৌদি হজ মন্ত্রণালয় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ‘শ্রেষ্ঠ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানানধর্ম প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমানমন্ত্রী ফারুক খান, টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন এবং বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরি অনুষ্ঠানে বক্তব্য দেনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়ালপরে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনএছাড়া বিমানের অপারেশন বিভাগের পরিচালক শাহনেওয়াজ জানিয়েছেনসংশ্লিষ্ট সূত্রমতে, এবার হজযাত্রী পরিবহনে মোট ৯২টি ‘ডেডিকেটেড ফ্লাইট’ চালাবে বিমানএছাড়া ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবেএবছরও চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রী পরিবহন করবে বিমানসৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমানবাকি অর্ধেক করবে সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজবিমানের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর থেকেএছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ৮ সেপ্টেম্বরআর ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ অক্টোবরহজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১৮ নভেম্বর ,

 

Exit mobile version