নিহত মাহতাব সাভোজি (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক:- ইতালির মিলান শহরের প্রসিকিউটররা একজন ইরানি নারীর ভারতীয় ঘাতকদের জন্য ৩০ বছরের কারাদণ্ড চেয়েছেন। তারা আদালতকে বলেছেন, ২৯ বছর বয়সি ইরানি নারী মাহতাব সাভোজিকে হত্যার জন্য ভারতীয় দম্পতি রাজেশ্বর সিং ও গগণদ্বীপ কাউরকে এ শাস্তি দিতে হবে। আগামী ১১ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মিলানের একটি অ্যাপার্টমেন্টে ওই ভারতীয় দপ্ততির সঙ্গে সাবলেট হিসেবে থাকতেন মাহতাব। তিনি রাজেশ্বর ও গগণদ্বীপের যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয় বলে ইতালির পুলিশ জানিয়েছে। ২০১৪ সালের ২৮ জানুয়ারি ভেনিসের একটি ক্যানেলে মাহতাবের স্যুটকেসভর্তি লাশ উদ্ধার করা হয়।
একই দিন ভেনিসের একটি ট্রেন স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ওই ভারতীয় দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ৩ ফেব্রুয়ারি তাদেরকে মাহতাব হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ইতালির পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দম্পতি হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ছবি ও ফুটেজ দেখানোর পর তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
ময়না তদন্তে মাহতাবের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়েছে। তার ফুসফুসে কোনো পানি পাওয়া না যাওয়ায় ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত হন, ক্যানেলে নিক্ষেপের আগেই কোথাও তাকে হত্যা করা হয়েছে। খবর:রেডিও তেহরান, মাহতাব সাভোজি পোশাক ডিজাইনিংয়ের ওপর দুই মাসের একটি কোর্সে অংশ নিতে ইতালির মিলানে গিয়েছিলেন।
ইরানি নারীর ভারতীয় ঘাতকদের জন্য ৩০ বছরের কারাদণ্ড দাবি
Share This