অনলাইন ডেস্ক,জি নিউজঃ- লন্ডন – ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। অসিরা সিরিজ হেরেই বসেছে, এমন ভাবনা ভাবা ভক্তদের পক্ষে নেই সফরকারী অধিনায়ক মাইকেল ক্লার্ক। অসি লিজেন্ড ডন ব্রাডম্যানের স্মৃতি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে একদিন আগেই হার অস্ট্রেলিয়ার। ট্রেন্টব্রিজে তবুও লড়াই করে হেরেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বলে দেয় ব্যাট হাতে বিধ্বস্ত অসিরা। সম্প্রতি ভারতের মাটিতে ৪-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর আরও দুটি হার। ১৯৮৪ সালের পর এবারই প্রথম টানা ছয় টেস্টে হারল অস্ট্রেলিয়া। তবে ১৯৩৬-৩৭ মৌসুমের স্মৃতি আত্মবিশ্বাস যোগাতে পারে সফরকারীদের। ব্রাডম্যানের অস্ট্রেলিয়া সেবার ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে পড়ার পরও ৩-২ ব্যবধানে জিতেছিল অ্যাশেজ। ইতিহাসে ভর করে আত্মবিশ্বাসী ক্লার্ক,‘আমি এখনও আত্মবিশ্বাসী সিরিজ জয়ের ব্যাপারে। আমি জানি, এই কথা যখন পুরস্কার দেওয়ার মঞ্চে বলেছিলাম তখন অনেকেই হেসেছিল। আমরা যে অবস্থায় আছি তাতে সেটা স্বাভাবিক। আমাদের টপ অর্ডার একটি করে ফিফটি পেয়েছে, কিন্তু আমাদের এমন একজন প্রয়োজন যে বড় সেঞ্চুরি পাবে- ইংল্যান্ড যা করেছে।পরের ম্যাচটি হবে ১ আগস্ট। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে মোকাবিলার আগে সাসেক্সের সঙ্গে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। এই সময়ের মধ্যে প্রস্তুতিতে উন্নতি করার কথা বললেন ক্লার্ক,‘তৃতীয় টেস্ট জিততে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে। প্রস্তুতির সময়ও আছে আমাদের। ব্যাটিংয়েই বড় সমস্যা দেখছেন অসি অধিনায়ক,‘ব্যাট হাতে আমাদের পারফরমেন্স অগ্রহণযোগ্য। ব্যাটিংয়ের জন্য উইকেট অনেক ভালো ছিল। ভালো সুযোগ সত্ত্বেও আমরা নিজেরা নিজেদের ডুবিয়েছি।’