ইউক্রেনে চলমান সংঘাতে প্রায় ২,৬০০ জন নিহত: জাতিসংঘ

পূর্ব ইউক্রেনের লুগানস্কে কামানের গোলার আঘাতে নিহত স্বজনের পাশে আহাজারি করছে এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক:- পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে গত কয়েক মাসের সংঘাতে প্রায় দুই হাজার ছয়শ’ ব্যক্তি নিহত হয়েছে বলে জাতিসংঘ ঘোষণা করেছে। সংস্থাটি শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ২৭ আগস্ট পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও রুশপন্থী গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত দুই হাজার ৫৯৩ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি, সেনা ও গেরিলা রয়েছে।

 জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ইভান সিমুনুভিচ বলেছেন, পূর্ব ইউক্রেনে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।   ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে রুশপন্থী গেরিলারা। ইউক্রেনের সেবাহিনী সেখানে তাদের নির্মূলে অভিযান চালাচ্ছে। এর ফলে প্রায় প্রতিদিনই সেখানে হতাহতের ঘটনা ঘটছে।খবর:রেডিও তেহরান, ইউক্রেন সরকার অভিযোগ করেছে, সংঘর্ষপীড়িত অঞ্চলে রুশ সেনারা ঢুকেছে। কিন্তু রাশিয়া বলেছে, পূর্ব ইউক্রেনে তাদের একজন সেনাও নেই।

Exit mobile version