আশুরা সামনে রেখে ইরাকে সিরিজ বোমা হামলা – ২৩ জন নিহত

rt         13বোমা হামলায় বিধ্বস্ত গাড়ি

অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- ইরাকে পবিত্র আশুরাকে সামনে রেখে সিরিজ বোমা হামলায় আজ (বুধবার) অন্তত ২৩ জন নিহত হয়েছেবাকুবা শহরের কাছে মহররমের শোক মিছিলে বোমা হামলায় অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কারবালা অভিমুখী ওই শোক মিছিলকে লক্ষ্য করে অন্তত তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছেপবিত্র আশুরা উপলক্ষে কারবালায় আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নিতে সেখানে যাচ্ছিলেন তারাএখন পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনিতবে ইসলামী ঐক্যের বিরোধী কোন গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে এছাড়া ইরাকের তিকরিতে পুলিশের চেকপয়েন্টে বোমা হামলায় তিন পুলিশসহ ১১ জন নিহত হয়েছেফালুজায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে আরো চার জন।  ইরাকের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, গত অক্টোবর মাসে সহিংসতায় সেদেশে ৯৬৪ জন নিহত হয়েছেএর মধ্যে ৮৫৫ জন বেসামরিক ব্যক্তি, ৬৫ পুলিশ ও ৪৪ সেনা রয়েছেএকই সময়ে আহত হয়েছে আরো এক হাজার ছয়শ’ জন ২০০৩ সালে মার্কিন নেতৃত্বে ইরাকে আগ্রাসন শুরু হয়২০০৩ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ ইরাকি নিহত হয়েছে বলে সম্প্রতি পাশ্চাত্যের নির্ভরযোগ্য একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে খবর  তেহরান রেডিও এর তাঃ- ১৩ নভেম্বর ২০১৩

Exit mobile version