জি নিউজ বিডি ডট নেট ঃ-মহান ভাষা অন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর বাংলা একাডেমী প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শনিবার বিকেলে একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের বাংলার ভাষাকে হৃদয়ে লালন করতে হবে। বাংলা ভাষার চর্চা করতে হবে। শেখ হাসিনা বলেন, বইমেলা এ বছর সোহরাওয়ার্দী উদ্যানে নেয়ার ফলে তা আরো সম্প্রসারিত হয়েছে। সেখানে আমাদের বিজয় স্তম্ভ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানেই ৭ মার্চের ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান রয়েছে। আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেফতারও হয়েছেন। তিনি বলেন, যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে সে জাতি আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এ জন্য সবার সহযোগিতা চান তিনি। এ সময় তিনি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পেছনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে বিকাল সোয়া ৩ টায় বাংলা একাডেমির মহাপরিচালক শামছুজ্জামান খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। এছাড়া মেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০% কমিশনে ও অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।একুশে বইমেলা চলবে টানা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বস্তরের পাঠকের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। তবে, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা ও একুশে ফেব্রুয়ারির দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে।তাঃ-০২ ফেব্রুয়ারি২০১৪।