আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬৯ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:- আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬৯ জন তালেবান নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে- নানাগারহার, কোনার, নুরেস্তান, হেরাত, ওরুজগান, কান্দাহার, কুন্দুজ, ফারিয়াব ও হেলমান্দ প্রদেশে অভিযান চালানো হয়েছে।

 এর ফলে ৬৯ জন তালেবান নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবানের কয়েক জন প্রভাবশালী কমান্ডার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া রাস্তায় পেতে রাখা ১০টি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এখন পর্যন্ত তালেবান গোষ্ঠী এ অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে এখনও প্রভাব বিস্তার করে আছে উগ্র তালেবান গোষ্ঠী।খবর:রেডিও তেহরান, কয়েক দিন আগেও গজনি প্রদেশে তালেবানের হামলায় বেশ কয়েক জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

Exit mobile version