আপনি চুল রং করেন, নাকি করবেন

অনলাইন ডেস্ক:- জার্মানিতে শতকরা ৫০ জন মেয়েই চুল রং করেন আর ইউরোপের অন্যান্য জায়গায় এই হিসেব তো প্রায় ৭০ শতাংশ৷ বাঙালি মেয়েদের ক্ষেত্রেও এই হিসেব দিনদিন বাড়ছে৷ চুলে রং করার তথ্য , চুলে হাইলাইট:-চুলের ওপরের ভাগের সামান্য কিছু অংশ অনেকেই লাল বা ব্লন্ড, অর্থাৎ ‘হাইলাইট’ করেন৷ এটা করলে চুল বেশ আকর্ষণীয় দেখায়৷ তবে হাইলাইট করার পর যদি কারো মনে হয় যে, রং একটু বেশি হয়ে গেছে, তবে ‘অ্যান্টি ড্যানড্রফ’ বা খুসকি দূর করার শ্যাম্পু ব্যবহার করলেই সেই অতিরিক্ত রং-এর ভাবটা কমে যাবে৷খবর:ডিডাব্লিউ

Exit mobile version