জি নিউজ বিডি ডট নেট ঃ- আজ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর । ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন-সার্বভৌম নতুন একটি দেশের জন্ম হয়। বাঙালির জন্য সবচেয়ে গৌরব ও অহঙ্কারের দিন আজ। এরই ধারাবাহিকতায় বাঙালি প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। আনন্দ-উৎসব ও শ্রদ্ধার এক অপূর্ব আয়োজনে দেশের সর্বত্রই আজ পালিত হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৩তম বার্ষিকী। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি শাহ আবদুল হামিদ খান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার দামাল ছেলেদের কাছে এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবনত মস্তকে আত্মসমর্পণ করে। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি বিজয় অর্জন করে। সেদিন জাতি নির্ভয়ে গেয়ে উঠেছিল অবিনাশী গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার/সারাবিশ্বের বিস্ময় তুমি আমার অহঙ্কার।এছাড়া বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সরকারি ভবন, মার্কেটসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ বিজয় দিবসের সব অনুষ্ঠান ঘিরেই গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তাবলয়। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এবারো প্রতিবছরের মতো সেনা, নৌ এবং বিমান বাহিনীর সব মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিরোধী দলের প্রধান আলাদা আলাদা বাণী প্রকাশ করেছে। উল্লেখ-৪২ বছর আগে ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনী বাঙালির দেশপ্রেম, ঐক্য ও শৌর্যবীর্যের কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল। ১৬ ডিসেম্বর বিকাল চারটা ৩১ মিনিটে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে তারা। মুক্তি আর মিত্রবাহিনীর সামনে অস্ত্র ফেলে দিয়ে হানাদাররা অবনত মস্তকে দাঁড়ায়। তাঃ-১৬ ডিসেম্বর, ২০১৩
আজ ১৬ ডিসেম্বর গৌরব ও অহঙ্কারের মহান বিজয় দিবস
Share This