জি নিউজ বিডি ডট নেট ঃ- জাতীয় স;সদ নির্বাচনের পর সাম্প্রদায়িক তাণ্ডবের শিকার হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে দুপুর সোয়া ২টায় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মালোপড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিকাল ৩টায় নওয়াপাড়ার শংকরপাশা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি সফল করতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ব্যস্ত। জনসভাস্থল ও হেলিপ্যাড এলাকা থেকে শুরু করে মালোপাড়া পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধশত তোরণ। এ ছাড়া প্ল্যাকার্ড, ফেস্টুন আর শো-ফ্ল্যাগে ছেঁয়ে গেছে পুরো এলাকা। তাঃ-২৩ জানুয়ারি, ২০১৪।
আজ যশোরের যাচ্ছেন প্রধানমন্ত্রী
Share This