আজ বুধবার মাগুরায় সকাল-সন্ধ্যা হর তাল করছে ১৮ দল- বিএনপি

hortal25জি নিউজঃ-যশোরের মাগুরামহম্মদপুর উপজেলা ছাত্রদলের এক কর্মী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটবিএন পি সকালে মাগুরা সদর উপজেলার রাজাপুরে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়মিছিল শেষে একটি সমাবেশ করে বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীরাসমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই ছাত্রদলকর্মী মারুফ হত্যার বিচার দাবি করেন তারা তবে হরতালে সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে হরতাল স্বত্বেও সকাল থেকে ধীরে ধীরে খুলতে শুরু করেছে উপজেলা সদরের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানজেলা সদরসহ অন্যান্য স্থানের সঙ্গে সব ধরনের যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক রয়েছে মহম্মদপুর থানার ওসি জানান, আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছেসহিংসতা এড়াতে মঙ্গলবার রাত থেকে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে সারাদেশে ১৮ দলীয় জোট বি এন পির ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মাগুরামহম্মদপুর উপজেলায় পুলিশের সঙ্গে হরতালকারী  দের সমর্থকদের সংঘর্ষে মারুফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়পরবর্তীতে নিহত মারুফকে নিজেদের কর্মী বলে দাবি করে ছাত্রদল এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল করছে ১৮ দলীয় জোট বি এন পি তাঃ- ৩০ অক্টোবর, ২০১৩

Exit mobile version