অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় ১৮দলীয় ঐক্যজোট ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী দেশব্যাপী ৬০ঘন্টা হরতালের ১মদিন নিরুত্তাপে অতিবাহিত হয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ খোলা ছিল। তবে উপস্থিতির সংখ্যা ছিল কম। আগৈলঝাড়া থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ যানবাহন টেম্পো, নছিমন, ইজিবাইক, অটোরিক্সা, মোটরসাইকেল চলেছে। ১৮দলীয় ঐক্যজোট নেতাকর্মীরা কোথাও কোন পিকেটিং বা হরতালের পক্ষে মিছিল করেনি। ক্ষমতাসীন ১৪দলীয় জোট নেতাকর্মীরাও হরতালের বিপক্ষে কোন মিছিল-মিটিং করেনি। উপজেলা সদরে দু’গ্রæপের তেমন কোন লোকজন আসেনি। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপজেলার সর্বত্র পুলিশী টহল অব্যাহত ছিল। কাউকে গ্রেফতারের সংবাদ পাওয়া যায়নি।
আগৈলঝাড়ায় ১৮দলের নিরুত্তাপ হরতাল
Share This