অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :১৮দলীয় জোটের ৪ নেতাকে গ্রেফতারের পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপণে রয়েছে। রাতে নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দলীয়সূত্রে জানা গেছে, শিবির কর্মী সন্দেহে উপজেলা সদর থেকে আজাদ পাইককে পুলিশ গত ১৫ ডিসেম্বর গ্রেফতার করে। পুলিশের অভিযানে গত ২১ ডিসেম্বর রাতে উপজেলা তাঁতীদলের সহ-সম্পাদক লিটন শিকদার উত্তর শিহিপাশা গ্রাম থেকে গ্রেফতার হয়। ২২ ডিসেম্বর রাতে উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক এরশাদ ফকির ও ইউনিয়ন যুবদল নেতা বাচ্চু মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এরপূর্বেও উপজেলা শ্রমিকদল নেতা আল-সজল আলাল গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার আতঙ্কে ১৮দলীয় জোটের নেতারা ঘোষিত কেন্দ্রীয় কোন কর্মসূচী পালন করতে পারছেন না। সম্প্রতি ৪ নেতা গ্রেফতারের পরে উপজেলা সদরে আসা দলীয় নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপণে রয়েছে। দলীয় নেতাকর্মীরা গ্রেফতার হওয়ার আশঙ্কায় রাতে নিজবাড়িতে ঘুমাচ্ছেন না।