আগৈলঝাড়ায় চেক জালিয়াতির দায়ে এক ব্যবসায়ীকে কারা ও অর্থদন্ড করেছে আদালত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় চেক জালিয়াতির দায়ে বিধান মন্ডল নামে এক ব্যবসায়ীকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপশি তাকে ৬লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

মামলার নথি ও আদালতসূত্রে জানা গেছে, দন্ডিত বিধান মন্ডল ব্যবসায়িক কারণে একই বাজারের ঢেউটিনসহ নির্মাণ সামগ্রী ব্যবসায়ী উপজেলার বাকাল গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের কাছ থেকে ২০১২ সালের ২৪ এপ্রিল ৫লাখ টাকা ধার নেয়। পরে সে টাকা ফেরৎ না দিয়ে তালবাহানা শুরু করে। পাওনাদার গৌরাঙ্গ বিশ্বাস টাকার জন্য চাপ দিলে বিধান তার ব্যাংক এ্যাকাউন্টের বিপরীতে ৫লাখ টাকার একটি চেক দিলে ২০১২ সালের ২৪ জুলাই ওই চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে বিধানের এ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা না থাকায় চেকটি ‘ডিজ অনার’ হয়। এঘটনায় ওইবছরের ১০ অক্টোবর পাওনাদার গৌরাঙ্গ বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বরিশাল যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের মৃত বিজয় মন্ডলের ছেলে দন্ডিত ব্যবসায়ী বিধান মÊল উপজেলা সদরের আগৈলঝাড়া বাজারে সার, কীটনাশক ও কৃষি উপকরণসহ বিভিন্ন কোম্পানীর ডিলার মেসার্স বিধান এন্টারপ্রাইজের মালিক।

 

Exit mobile version