অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে বরিশালের আগৈলঝাড়া চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর মামলায় যুবদল নেতাসহ ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাসূত্রে জানা গেছে, উপজেলার আহুতি বাটরা গ্রামের সহদেব হালদারের কাছে একই উপজেলার বড় বাশাইল গ্রামের আন্তনী ভাবুক ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করা হলে ওই মামলায় এএসআই সায়েদ অভিযুক্ত আন্তনীকে গ্রেফতার করে। অপরদিকে হরতাল ও অবরোধে পয়সারহাট বাসস্ট্যান্ডে রাখা বরিশালগামী একটি গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদল নেতা শামীম ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।