অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :খুলনা বিএল কলেজের এক ছাত্রী অপহরণ মামলায় বরিশালের আগৈলঝাড়ায় এক বিএনপি নেতা ও সহযোগী দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের অবিনাশ বৈরাগীর মেয়ে খুলনা বিএল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ভূমিকা বৈরাগী গত ৩১ জানুয়ারি সকালে নিজবাড়ি থেকে খুলনা যাবার পথে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২০) সহ অন্যান্যরা তাকে জোর করে টেম্পোতে তুলে নিয়ে যায়। এঘটনা সোহেলের পরিবারকে জানালে তারা মেয়েকে ফেরৎ দেবে জানিয়ে তালবাহানা শুরু করে। ওই ঘটনায় ভূমিকার মা অনিমা মিস্ত্রী বাদী হয়ে সোহেলসহ ৮ জনকে আসামী করে সোমবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০১ (১০/২/১৪)। ওই মামলার এজাহারভুক্ত আসামী সোহেলের চাচা উপজেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক কাশেম আলী বেপারীর ছেলে মান্নান বেপারী (৫০)-কে সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে। অন্যদিকে জিআর ৫৯/১২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার পশ্চিম গোয়াইল গ্রাম থেকে খোকন সিকদার ও ঢাকার শ্যামপুর থানার নন এফআইআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ হোসেনকে তার নিজবাড়ি মুড়িহার গ্রাম থেকে গ্রেফতার করেছে এসআই হাবিব। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।