জি নিউজ বিডি ডট নেট ঃ আগামী ৯ ফেব্রুয়ারি ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১২ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ২৩ মার্চ সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে ,উপজেলা নির্বাচনের কারণে এবারের এসএসসির কমপক্ষে দুটি পরীক্ষা পেছানো হবে। জানা গেছে, উপজেলা নির্বাচনের কারণে এসএসসির ধর্ম ও হিসাববিজ্ঞান পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এসএসসির ধর্ম পরীক্ষা (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান) নির্ধারিত ছিল। আর ভোট গ্রহণের পরদিন ২০ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা।পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সূচি পরিবর্তন করে ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ১৮ মার্চ ও ২০ ফেব্রুয়ারির পরীক্ষা ২০ মার্চ পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানা যায় ।