আগামী ৩ ফেব্রুয়ারি হরতাল ডেকেছে- জামায়াত

hortalজি নিউজ বিডি ডট নেট:-  দশ ট্রাক অস্ত্র মামলায় দলীয় আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমে বিবৃতিতে পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শফিকুর রহমান বলেন, সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।বিবৃতিতে আরো বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা দশ ট্রাক অস্ত্র মামলার এফআইআর এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি সফল করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে। তাঃ-০১জানুয়ারি ২০১৪ ।

Exit mobile version