স্টাফ রিপোর্টার ,জি নিউজ ঃ- আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু ।দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায়বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে ১ মাসেরসিয়াম সাধনা।গতমঙ্গলবার সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনেরসভাকক্ষে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রীশাহজাহান মিয়া সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ওই বৈঠকের পর জানানো হয়, গতমঙ্গলবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ১০ জুলাই১৪৩৪ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে শুরুহবে রমজান মাস।ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে কমিটির এই সভায় ধর্ম সচিব হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররমজাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।এদিকে বুধবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হচ্ছে।ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হল রোজা।বুধবার রাতে এশারনামাজের পরপরই মসজিদে মসজিদে মুসলমানরা জামাতে তারাবীহর নামাজ আদায় করবেন।ভোররাতে ধর্মপ্রাণ মুসলমানরা সেহরী করে বৃহস্পতিবার সারাদিন রোজারাখবেন।