জি নিউজ ঃ-কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির এবং নিখোঁজ নেতাদের সন্ধান অথবা আদালতে হাজির এর দাবিতে আগামী বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের ভারপ্রাপ্ত প্রচার সেক্রেটারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, নিখোজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী,আব্দুস সালাম,রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম,ইবি শিবির নেতা ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাস, ঢাকা মহানগরীর উত্তর শিবির নেতা, নুরুল আমিন, ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতা হাফেজ মো.জাকির হোসেনের সন্ধান অথবা আদালতে হাজির ও কেন্দ্রীয় সভপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বিবৃতিতে শিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লংঘনের জঘন্য নজির স্থাপন করেই চলেছে। শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন, একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারা নির্যাতন করেই চলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। সরকার ছাত্রশিবির নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গত ২৪শে জুন অপহরণের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্রআন্দোলন সম্পাদক আজিজুর রহমান ও অর্থ সম্পাদক তাজাম্মুল আলী। গত ওই দিন ডিবি পুলিশের সাদা পোষাকধারী সদস্যরা রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করলেও আজো আদালতে হাজির করেনি। এরপর ২৬ শে জুন আবারো বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যান সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগর উত্তরের শিবির নেতা নুরুল আমিনকে গুলশান থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেনি। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরণের ধারাবাহিক আইন পরিপন্থী ও মানবাধিকার লংঘনকারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিবির সেক্রেটারি বলেন,একইভাবে রাজশাহী থেকে অপহৃত শিবির নেতা আনোয়ারুল ইসলাম মাসুমকে অপহরণের ২ মাস ২৪ দিন পেরিয়ে গেছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনী তার কোন সন্ধান দেয়নি। বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শাহ মো. ওয়ালি উল্লাহ, আল মুকাদ্দাসের খোঁজ মেলেনি এর আগে ঢাকা মহানগর পশ্চিমের আদাবর থানার ভারপ্রাপ্ত সভপাতি হাফেজ মো. জাকির হোসেনের। তারপরও ছাত্রশিবির শাান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের সন্ধান ও মুক্তি দাবি করে আসছে কিন্তু সরকার তা আমলে নেয়নি। তাই এই সকল দাবিকে সামনে রেখে বুধবার ছাত্রশিবির সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। এরপরও সরকার যদি কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত নেতাদের সন্ধান না দেয় তাহলে হরতালের চেয়েও আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করছে – ইসলামী ছাত্রশিবির
Share This