পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের দরপত্র আহ্বানের আশাবাদ -যোগাযোগমন্ত্রী

জি নিউজঃ- আগামী জুন মাসের শেষ সপ্তাহে পদ্মাসেতুর দরপত্র আহ্বান করা হবে বলে- জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতির তদন্ত নিয়ে জটিলতায় বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলতি মেয়াদেই শুরুর কথা বলে আসছে মহাজোট সরকার। নিউজিল্যান্ডভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই তারা সেতুর নকশা ও অন্যান্য কাগজপত্র হালগানাদ করেছে। দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর প্রস্ততিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। । প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে ৯৬ কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে -এনায়েতপুর, শাহজাদপুর-কৈজুরি আঞ্চলিক সড়ক ও ক্ষতিগ্রস্ত করতোয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার এস এম এমরান, সড়ক বিভাগের পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু রওশন সহঅন্যান্যরা

 

জি নিউজ/মে ২৩/০৫/২০১৩

Exit mobile version