চট্টগ্রাম প্রতিনিধি, জি নিউজ:-স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন- আগামী একমাস কোনো দলকে সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হবে না । গতকাল রোববার চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সেখানে বারৈয়ারহাট পৌরসভার চিনকির আস্তানা এলাকায় প্রাথমিকভাবে একটি ভাড়া করা ভবনে জোরারগঞ্জ থানার কার্যক্রম উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন – শান্তিপূণ সভা-সমাবেশের অনুমতি নিয়ে বিরোধীদল ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে। সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, জ্বালাও-পোড়াও করে, দোকান পাটে আগুন দেয়, মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয়। তাই তাদেরকে প্রতিহত করা হবে। সংলাপের জন্য সংসদকে উপযুক্ত স্থান উল্লেখ করে তিনি বলেন, সংলাপের জন্য সরকার সর্বদা প্রস্তুত। তবে এ জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাবের প্রয়োজন নেই। আসন্ন বাজেট অধিবেশনে বিরোধীদলকে যোগ দিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। বিরোধীদলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, সমাবেশের অনুমতি নিয়ে যারা সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারণের জান-মালের ওপর অত্যাচার, গাড়ি ভাংচুর, মালামালট লুট করে তাদের ওপর যুক্তিসঙ্গত বাধা-নিষেধ আরোপ করা দরকার। সমাবেশের অধিকার থাকলেও ঘূর্ণিদুর্গতদের পুনর্বাসনের জন্য আগামী একমাস কাউকে কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়য়া, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি একেএম শহিদুল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, র্যাব’র মহাপরিচালক মো. মোখলেসুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন, সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী একমাস সভা-সমাবেশ করতে দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
Share This