জি নিউজ বিডি ডট নেট ঃ– রাজধানী টঙ্গীর উপকণ্ঠে শিল্পশহর তুরাগ নদীর তীরের সুবিশাল প্রান্তরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার পূর্বাহ্নে প্রথম দফার আখেরি মুনাজাতের পর চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় দফা। আগামী ২ ফেব্রুয়ারি রোববার জোহরের আজানের আগে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুই দফার বিশ্ব ইজতেমা। ঢাকা রেঞ্জের- ডিআইজি- মাহফুজ নুরুজ্জামানের অনুরোধে তাবলিগ জামাত কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে দুই দফায় বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। এতে ইজতেমা উপলক্ষে টঙ্গীতে মানুষের চাপ যেমন কমছে তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন অনেকটা সহজতর হয়েছে। এবারের দুই দফার ইজতেমার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তাবলিগ জামাত কর্র্তৃপক্ষ। সেই সাথে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দফতর, অধিদফতর ও সংস্থা ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি সাবেক সচিব ইরশাদুল হক বলেন, একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিনের একক আনুকূল্যে এই ইজতেমা হয়ে থাকে। এর একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহর দিকে ডাকাই সর্বোত্তম কাজ। তাবলিগের একমাত্র কাজই আল্লাহর পথে মানুষকে ডাকা। রাসূল সা:-এর বিদায় হজের ভাষণের মূল বাণী হিসেবে আমরা আল্লাহর পথে ডেকে থাকি। বিশ্বের ১৫০টি দেশে এই কাজ করা হয় টঙ্গীর এই ইজতেমা থেকেই। প্রতি বছর টঙ্গী ইজতেমা থেকেই পাঁচ থেকে ছয় হাজার জামাত বিশ্বব্যাপী পাঠানো হয়। তাঃ- ২৩ জানুয়ারি ২০১৪।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমা
Share This