আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় – খালেদা জিয়া

kh 29জি নিউজঃ-বাংলাদেশের ভালো চাইলে, শান্তি চাইলে আগামী ১২ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে সেখানে নিরপেক্ষ সরকারের বিল পাস করার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন, সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হবেবিদেশিরাও  সেদিন নির্বাচন কমিশনে গিয়ে তাই বলেছেঅবশ্যই সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হতে হবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতবৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়এই সরকারের অধীনে নির্বাচন হলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না কারণ তাদের কাছে অস্ত্র রয়েছেমানুষ এই সরকারের প্রতি ভীতসন্ত্রস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নির্বাচন  একটি খেলা তাই আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছিনিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রধান নির্বাচন কমিশনারকে অপদার্থ আখ্যা দিয়ে তিনি বলেন, আমার অধীনে তিনি প্রাথমিক শিক্ষা বিভাগে কাজ করেছেআমি তাকে জানিপ্রায় এক কোটির বেশি ভূয়া ভোটার রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনিখালেদা জিয়া বলেন, আমরা আওয়ামী লীগের মতো জ্বালাও পোড়াও করবো নানিয়মতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবে পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরী হিন্দুদের জন্য বিএনপি চেয়ারপারসনের কাছে ৬০টি আসন  দাবি করেনএ প্রসঙ্গে বেগম জিয়া বলেন, আসুন আমাদের সঙ্গে কাজ করুণআওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য গৌতম চক্রবর্তীদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের নেতারা বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান কল্যাণ  ফ্রন্ট আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি,গয়েশ্বর চন্দ্র রায়, উপদেস্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক, সহ-আইন বিষযক সম্পাদক নিতাই রায়, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, অপর্ণা রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবব্রত পাল, জাতীয়তাবাদী যুব দলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দেবাশীষ রায় মধু

 

Exit mobile version