জি নিউজঃ- আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপি হরতাল ডেকে জামায়াত-শিবিরকে নাশকতা করার লাইসেন্স দিচ্ছে । তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি না আসে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। আমরা জনগণকে নিয়ে নির্বাচন করবো।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরকে প্রতিরোধ করতে না পারলে আমাদের ’৭১-এর চেয়েও ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে।তিনি বলেন, আইএসআইর প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সংগঠনের সভাপতি আ স ম আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে এই আলোচনা হয় । তাঃ-০২ নভেম্বর, ২০১৩