অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি,জিনিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অসুস্থ রাষ্ট্রপতি জিলুর রহমানকে দেখতে যান। প্রধানমন্ত্রী প্রায় ২৫ মিনিট অবস্থান করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাঁর আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও নজরুল হাসান পাপন এমপি এ সময় উপস্থিত ছিলেন। সিএমএইচ সূত্র জানায়, বার্ধক্যজনিত জটিলতার কারণে রাষ্ট্রপতি শনিবার রাতে সিএমএইচ-এ ভর্তি হন। রাষ্ট্রপতিকে রোববার রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হবে বলে তার সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম উল হক জানিয়েছেন। রাষ্ট্রপতিকে শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সামরিক সচিব বলেন, শ্বাসকষ্ট হওয়ায় উনাকে গত রাতে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওনা হয়েছে বলেও জানান তিনি। ৮৪ বছর বয়সি জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।

Exit mobile version