বিশেষ প্রতিনিধি, জি নিউজঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাজনৈতিক দলগুলোর বিভেদের সুযোগ নিয়ে কোনো অসাংবিধানিক শক্তি যেন ক্ষমতা দখল করতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার সকালে গাজীপুরের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে শপথ পড়িয়ে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রথমে গাজীপুরের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রীতি অনুযায়ী এরপর গাজীপুরের নতুন মেয়র এম এ মান্নানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মেয়র ও কাউন্সিলরদেরকে জনকল্যাণকে মূল মন্ত্র হিসেবে নিয়ে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে একযোগে কাজ চালিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। তিনি গাজীপুরের উন্নয়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও প্রতিশ্রুতি দেন। ভোটের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন জনপ্রতিনিধিরা। নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, দলীয় ইস্যু নয়, সব দলমতের মানুষের জন্যই তিনি কাজ করবেন । জি নিউজ / তাঃ-১১-০৮-২০১৩
অসাংবিধানিক শক্তির বিষয়ে সতর্ক থাকুন – প্রধানমন্ত্রী
Share This