অনলাইন ডেস্ক:- লেবাননের স্কি খেলোয়াড় জ্যাকি শ্যামোউনকে এতদিন সে দেশের বা বিদেশের লোকজন চিনতেন না। কিন্তু রাশিয়ার সোচিতে চলমান শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া এ লেবানিজ নারী অংশগ্রহণকারীর টপলেস ছবি প্রকাশের পর লেবাননে তিনি এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন। লেবাননের অলিম্পিক অংশগ্রহণকারী খেলোয়াড়দের বাজেটের সীমাবদ্ধতার কারণে সাধারণত সব খরচ নিজেদেরই বহন করতে হয়। এ কারণে যখন লেবানন থেকে শীতকালীন অলিম্পিকে দুটি শক্তিশালী দল অংশ নেয় তখন অনেকেই অবাক হন। তবে শিগগিরই মানুষের এ আগ্রহ ফিকে হয়ে আসে। আর তার বদলে দৃষ্টি আকর্ষণ করেছে ভিন্ন একটি বিষয়।লেবানন থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়ের টপলেস ছবি এবার সবার দৃষ্টি আকর্ষণ করে। লেবাননের উত্তরাঞ্চলের তুষারাবৃত্ত পাহাড়ি এলাকায় ২২ বছর বয়সী এ নারীর তোলা টপলেস ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে।এ বিষয়টি নিয়ে লেবাননের খেলাধূলা ও তরুণবিষয়ক মন্ত্রী ফয়সাল ক্যারামি অলিম্পিক কমিটিকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে লেবানেন সুনাম যেন নষ্ট না হয় সে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।অনেক সংবাদমাধ্যম বিষয়টিকে খুবই নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। আবার অনেক সংবাদমাধ্যম এ বিষয়টি নিয়ে অতিরিক্ত মাতামাতিকে সমালোচনা করছে। তারা জ্যাকিকে তার মতোই থাকতে দেওয়ার বিষয়ে মতামত প্রকাশ করেছে।এ বিষয়ে লেবাননের সংবাদমাধ্যম ‘আল সাফির’ এক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘জ্যাকির কাছে ক্ষমা প্রার্থনা’ শিরোনামের সে লেখায় তারা লিখেছে, ‘জ্যাকি আমাদের নগ্ন করে দিয়েছে বলে জানিয়েছে,খবর বিবিসির । তাঃ-১৪ ফেব্রুয়ারি, ২০১৪।