ঝিনাইদহ প্রতিনিধি::ঝিনাইদহে অভিনব কায়দায় ফেরি করে ফেনসিডিল বিক্রি করার সময় নূর হোসেন (৩৫) নামে এক ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহের র্যা ব-৬। বৃহস্পতিবার বিকালে শহরের মাওলানা ভাষানী সড়কে ২নং পানির ট্যাংকির সামনে থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক নূর হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে পাইকারি মূল্যে ফেনসিডিল কিনে এনে তিনি ঝিনাইদহ শহরে বিক্রি করতেন।
র্যা ব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বিকালে র্যা বের একটি টহল দলের সন্দেহ হলে নূর হোসেনের গতিরোধ করে তারা। এসময় তার ভ্যানের র ক্ষিত ভাংড়ি মালামালের মধ্য থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নূর হোসেন ভাংড়ি মালামালের মধ্যে অভিনব কায়দায় শহরে ফেনসিডিল বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে।
অভিনব কায়দায় ফেরি করে ফেনসিডিল বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক
Share This