অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন-সেলিমা রহমান

জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অভিযোগ করে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে । তিনি অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে সেলিমা রহমান এ দাবি জানান। ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিকালের অবরোধের প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন খালেদা জিয়া গৃহবন্দি। আমরা এ অবস্থা থেকে তাঁর মুক্তি চাই। তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্র চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবাধ চলাচলের সুযোগ দিতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে। এছাড়া বিএনপির এই নেত্রী অভিযোগ করেন, আজও সরকার সারা দেশে যৌথবাহিনী দিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি-বাড়ি হামলা চালাচ্ছে এবং গণ-গ্রেপ্তার করছে। দেশের বিভিন্ন জেলায় পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করছে ও আহত করছে। তিনি বলেন, এভাবে যৌথবাহিনী দিয়ে নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। গণদাবির চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেলিমা রহমান আরও বলেন,মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই খালেদা জিয়ার বাসার দুই দিকে বালুর ট্রাক দিয়ে আইন শৃংখলা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কোন নেতা-কর্মীকে দেখা করতে দিচ্ছে না। দেখা করতে গেলে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ রেখে সরকার চরম ফ্যাসিবাদ ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ।

Exit mobile version