জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের ৬ষ্ঠ দিনে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙখলাবাহিনীর সঙ্গে অবেরোধকারীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, রেললাইনে আগুন দেয়াসহ সহিংসতার খবর পাওয়া গেছে।
লক্ষ্মীপুর: সকালে লক্ষ্মীপুরে অবরোধ সমর্থকদের সঙ্গে বিজিবি-র্যাব-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী নিহত হয়েছে। এছাড়া, ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সাবুসহ ৪ জনকে আটক করেছে। এর প্রতিবাদে আগামী শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
চট্টগ্রাম: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে দু’টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। বিকাল সাড়ে ৩টার দিকে জলিলগেইট এলাকায় একটি মিছিল থেকে একটি ট্রাক ও একটি ট্রেইলারে ককটেল ছোড়া হয়। এতে বাহন দু’টিতে আগুন ধরে যায়। পরে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ হতাহত হননি। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুরে আন্দরকিল্লায় আওয়ামী লীগের অবরোধবিরোধী সমাবেশে হাতবোমা হামলা হয়েছে। তবে, ওই হামলায় কেউ আহত হয়নি। হামলার জন্য শিবির কর্মীদের দায়ী করেছে ক্ষমতাসীন দলের নেতারা। আর সকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় পাশে অবরোধের সমর্থনে সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল সোয়া ১০টার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় র্যাব কার্যালয়ের পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়নি।
এদিকে, পিকেটারের ছোড়া ইটের আঘাতে আহত কার্ভাডভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মাহবুবুল আলম নামে এ চালকের মৃত্যু হয়। বুধবার গভীর রাতে ফেনীর মহিপাল হাজারী রোড এলাকায় পিকেটারদের কবলে পড়ে এ কার্ভাডভ্যানটি।
নারায়ণগঞ্জ: শহরের উকিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ- কমলাপুর রেলসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে অবরোধকারীরা। এ সময়, তারা বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় নেতাকর্মীরা। ১৮ দলীয় জোটের ডাকা সড়ক অবরোধের শেষ দিন সকালে শহরের অদূরে এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা শত শত নেতাকর্মী লাঠি মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়।
সাতক্ষীরা আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়েছে। অবরোধ সমর্থকরা পিকেটিং করার সময় পুলিশ তাতে বাধা দিলে এই সংঘর্ষ হয়। তারা ইটপাটকেল ছুড়লে পুলিশ ৫২ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পাঁচ শিবির কর্মী আহত হয়।
সিলেট: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মামলার রায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পরই সিলেট নগড় জুড়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে জামায়াত ও ছাত্রশিবির কর্মীরা। নগরীতে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর, তিনটি ব্যাংককে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া, নগরীর কাজলশাহ ও সুবিদবাজার এলাকাতেও পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জামায়াত-শিবিরের অন্তত ৩০ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে বুকে গুলিবিদ্ধ হওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। নগরীর ঈদগা, টিভি গেইট মীরাবাজার, কুমারগাঁও, টুকেরবাজার, তেমুখী, দক্ষিণ সুরমার রেলগেইট, শেখঘাট পয়েন্টসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রাজশাহী: আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন উচ্চ আদালতে খারিজের পর থেকে রাজশাহী মহানগরজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই রাজশাহী জুড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশাধিক জামায়াত-শিবিরকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে শিবির।
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে একটি ঝটিকা মিছিল বের করে তিনটি মোটরসাইকেল, একটি হ্যান্ডটলিতে অগ্নিসংযোগ, তিন থেকে চারটি অটোরিকশা এবং বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বসুরহাট পৌর সভার ৯ নম্বর ওর্য়াড কমিশনার জামাত নেতা মহিন উদ্দিনসহ ১৮ দলের ছয় নেতাকর্মীকে আটক করে।
এদিকে,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান এটি এম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গ্রামের বাড়িতেও। কুষ্টিয়ার ভেড়ামারাস্থ বাসভবনে বুধবার রাত আড়াইটার দিকে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। ভেড়ামারার গোলাপনগরের ওই বাড়িতে ইনুর পরিবারের কোনো সদস্যই থাকেন না। বাড়িটিতে কয়েকজন পুলিশ পাহারায় থাকে।
নির্দলীয় সরকারের দাবিতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার, আটক ও হয়রানি, মিথ্যা মামলা ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে তৃতীয় দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়। তবে সোমবার দুপুরে আরো ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি বাড়ানো হয়। মোট ১৪৪ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।খবর রেডিও তেহরানএর #