অবরোধের চতুর্থ দিনে পুলিশের গুলি, নিহত ৬

জি নিউজ বিডি ডট নেট ঃ-  বিরোধী জোটের অবরোধের চতুর্থ দিনে সাতক্ষীরা, চট্টগ্রাম ও চাঁদপুরে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বলছে সাতক্ষীরা এবং চাঁদপুরে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুঁড়লে পুলিশ গুলি চালায়। পুলিশ ও স্থানীয় সংবাদদাতারা বলছেন গত কদিনের তুলনায় আজকের অবরোধে ঢাকার বাইরে সহিংসতা বেড়েছে। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার দেবহাটা এলাকায় রাস্তায় ফেলে রাখা গাছের গুড়ি সরাতে গিয়ে পিকেটারদের সাথে সংঘর্ষ বাঁধলে পুলিশ ও আধাসামরিক বাহিনী বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন মারা যায় বলে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক পর্যায়ে পিকেটাররা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হাতবোমা ছোঁড়া শুরু করলে গুলি চালানো হয়। পুলিশ বলছে নিহত দুজনেই জামায়াতে ইসলামীর কর্মী। জামায়াত বলছে পুলিশ ও বিজিবির একটি টহল দল তাদের মিছিলে গুলি চালালে দলের দুজন কর্মী মারা যান। চাঁদপুরের বিএনপি নেতারা অভিযোগ করেছেন, চাঁদপুর শহরে সকাল সাড়ে দশটার দিকে অবরোধের সমর্থনে মিছিলে গুলিতে দুই জন নিহত হয়েছে। তবে চাঁদপুরের পুলিশ বলেছে, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল এবং হাতবোমা ছোঁড়া হলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। চট্টগ্রামের পুলিশ জানিয়েছে, নগরীতে অবরোধের সমর্থকরা একটি কাভার্ড ভ্যানে হাতবোমা ছুঁড়ে মারলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়। এতে গাড়িটির চালক নিহত হয়। চট্টগ্রামেই আরেকটি পৃথক ঘটনায় একজন নিহত হয়। দেশের আরও কয়েকটি জায়গা থেকেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। বাংলাদেশে প্রাক নির্বাচনী সহিংসতা এবং তাতে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে বিভিন্ন দেশের সরকার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। গত দুদিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং জাপান সরকারের বিবৃতির পর, আজ (মঙ্গলবার) ঢাকায় কানাডার রাষ্ট্রদূত অব্যাহত সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রীর সাথে কথা বলতে আগামীকাল (বুধবার) ঢাকায় আসছেন বলে জানা গেছে।এ খবর বিবিসি বাংলার।

Exit mobile version