স্টাফ রিপোটার,জি নিউজঃ- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অন্য দেশের স্বার্থে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, দেশ ও জনগণের স্বার্থ বিকিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষার জন্যই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, কোনো ধরনের সমীক্ষা না করে এবং বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে রামপালে বিদ্যুৎকেন্দ্র্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। কারণ তিনি নিজের স্বার্থে এবং অন্য দেশের স্বার্থ রক্ষার জন্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারেন। তিনি বলেন, ভারতের সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিষিদ্ধ। অথচ আমাদের দেশে তা হচ্ছে।‘দেশে জঙ্গিবাদ নেই, শান্তির সুবাতাস বইছে বলে’ প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য সঠিক নয়। কারণ হত্যা ও নির্যাতন শাসক দলের সংস্কৃতিতে পরিণত হয়ছে। প্রতিনিয়ত গুলি করে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এছাড়া টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও কুড়িগ্রামে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারদলীয় লোকজন দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান,সহ দলের সিনিয়র নেতারা প্রমুখ। তাঃ-০৭ অক্টোবর, ২০১৩