অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ–দিল্লিতে সচিব বৈঠকে সিদ্ধান্ত , উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হবে। দিল্লিতে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্দশ বৈঠকে সীমান্ত পরিচালনা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখাসহ বহু বিষয়ে ঐকমত্য হয়েছে। নয়াদিলি্লর তাজমহল হোটেলে অনুষ্ঠিত প্রথম দিনের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর অনুমোদন হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠক বৃহস্পতিবার তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ভারতে থাকা সন্ত্রাসী সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনকে বাংলাদেশে পাঠানো হবে। গতশুক্রবার ভারতীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া বৈঠক প্রথম পর্যায় চলে দুপুর ২টা পর্যন্ত। বৈঠকের পরে নয়াদিলি্লতে বাংলাদেশের হাইকমিশনার ড. তারিক এ করিম বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে।
অনুপ চেটিয়া ভারতের যাবে বাংলাদেশ আসবে সুব্রত ও সাজ্জাদ
Share This