জি নিউজঃ- অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা প্রণয়ন কমিটি নামে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, তথ্য কর্মকর্তাকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। গতকালমঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য এএন মাহফুজা খাতুন বেবী মওদুদের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে দেশের অনলাইন গণ্যমাধ্যম পরিচালানার ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য অনলাইন গণমাধমের খসড়া নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বারকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী জানান, অনলাইনভিত্তিক পত্রিকাসমূহ দি প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন্স (ডিক্লেয়ারেশন এন্ড রেজিস্ট্রেশন) এ্যাক্ট ১৯৭৩-এর আওতাভুক্ত না হওয়ায় এবং জাতীয় বিজ্ঞাপন ও ক্রোড় নীতিমালা ২০০৮ অনুযায়ী কেবলমাত্র সরকারি তালিকাভুক্ত সংবাদপত্রসমূহে বিজ্ঞাপন প্রচার করা যাবে মর্মে বিধান থাকায় অনলাইনে বিজ্ঞাপন ও সাপ্লিমেন্ট প্রচারের সুযোগ নেই। সংরক্ষিত আসনের অপর সংসদ সদস্য বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যে কোনো টক-শোতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিকে আমন্ত্রণ করা প্রয়োজন। টক-শোতে কোনো ব্যক্তির অশালীন বক্তব্য রাখা উচিত নয়। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনের টক-শোতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এক্ষেত্রে বিটিভিতে কোনো অশ্লীল বক্তব্য রাখার সুযোগ নেই। অন্য টিভি চ্যানেলগুলোকে একই নীতিমালা মেনে চলা উচিত। তিনি জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৩ প্রণীত হলে সকল ইলেকট্রনিঙ মিডিয়া সেই নীতিমালার আলোকে অনুষ্ঠান পরিচালনা করবে। এজন্য জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৩ এর খসড়া প্রণয়নপূর্বক জনগণের মতামতের জন্য ওয়েব সাইটে দেয়া হয়েছে। বেগম তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কুফল সম্পর্কে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিতভাবে অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। বিটিভি হতে ঐকমত্যের বাংলাদেশ, জনতার প্রত্যাশা, সময়ের সংলাপ, আলোর পথযাত্রী, এই দিন সেই সময়, ’৭১-এর মানবতাবিরোধী অপরাধ : যুদ্ধাপরাধ, প্রসঙ্গ কথা খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জামায়াতের তা-ব নামের বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। এছাড়া বেতারের পক্ষ থেকে ফিলার, স্পট, নাটিকা ও কথিকাসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। সরকারদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে জানান, আহমদ শফীর তেঁতুল বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে ‘প্রসঙ্গ কথা’ শিরোনামে নিয়মিত প্রচার করা হয়েছে। এছাড়াও প্রতিবেদন আকারেও প্রচার করা হয়েছে। এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের জেলা-উপজেলা তথ্য অফিসের মাধ্যমে প্রজেক্টরের সাহায্যে তেঁতুল বক্তব্য প্রচার কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মন্ত্রী। তাঃ- ১৭ সেপ্টেম্বর২০১৩ সূত্র : ইন্টারনেট