অধিকারের- সম্পাদক আদিলুরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন – খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার,জি নিউজঃ-মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন- বিএনপি চেয়ারপারসন বেগমখালেদা জিয়া। আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারের ঘটনায় সরকারের স্বৈরাচারী মুখোশ উন্মোচিত হয়েছে, একবিবৃতিতে বলেছেন তিনি। হেফাজত অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগেতথ্যপ্রযুক্তি আইনে পুলিশ আদিলকে গ্রেপ্তারের পর বিরোধীদলীয় নেতা এই বিবৃতি দেন।চারদলীয় জোট সরকার আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেলআদিলকে অবিলম্বে মুক্তি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিরবিষয়টি নিয়ে যারা সোচ্চার হচ্ছেন, এখন তাদের ওপর সরকারের খড়গ নেমে এসেছে। এই (আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার) ঘটনায় আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃতিরঅভিযোগে আদিলকে গতশনিবার রাতে গ্রেপ্তার করা।