অতিরিক্ত সূর্যের তাপে অ্যালার্জি হতে পারে

অনলাইনডেস্ক:- আবহাওয়ারপ্রভাব,বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মানুষের শরীরে এবং মনে নানা ভাবে প্রভাব ফেলে৷মেঘলা আকাশ যেমন মন খারাপ করে দেয়, তেমনি মিষ্টি রোদ কিছু করার উৎসাহ দেয়, বিশেষ করে শীত প্রধান দেশে৷আনুমানিক দুই কোটি ৫০ হাজারের ও বেশি জার্মান শুধু আবহাওয়ার কারণে বিষন্নতা বা মানসিক কষ্টে ভোগেন৷সূত্র:dw

Exit mobile version