অতিরিক্ত সূর্যের তাপে অ্যালার্জি হতে পারে

tapঅনলাইন ডেস্ক:- ভোরে বিছানা থেকে বাইরের ঝলমলে সুন্দর মিষ্টি রোদ দেখলে মনটা আনন্দিত হয়ে ওঠে৷ শুধু তাই নয়, এমন একটা দৃশ্য, একটা অনুভূতি যে স্বাস্থ্যের জন্য ভালো সে’কথাও আমরা জানি৷ কিন্তু অতিরিক্ত সূর্যের তাপ যে কতটা ক্ষতিকর, তা কি জানি?

সূর্যের তাপ কেন প্রয়োজন – ‘‘সূর্যের আলো মানুষের শরীরে এবং মনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ রোদে রয়েছে ভিটামিন ‘ডি’, যা ত্বকের জন্য জরুরি এবং যা মানুষকে হাসি-খুশি রাখতে বড় ভূমিকা রাখে৷ ত্বক শরীরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ৷ তাই এর যত্ন নেওয়া খুব জরুরি৷’’ বলেন ত্বক বিশেষজ্ঞ ড. হান্স-উলরিশ ফোগ্ট৷সূত্র: ইন্টারনেট

Exit mobile version