অগণতান্ত্রিকভাবে কেউ ক্ষমতায় এলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে- প্রধানমন্ত্রী

জি নিউজঃ-আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক জীবন ও রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিআমরা চাই না আবারও অগণতান্ত্রিক কেউ দেশের শাসন ক্ষমতায় ফিরে আসুকঅসাংবিধানিক ও অগণতান্ত্রিকভাবে কেউ ক্ষমতায় এলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবেসংবিধানে সে ব্যবস্থা রাখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেন আমরা বঙ্গবন্ধু হত্যাকাদের– বিচার শেষ করেছিযুদ্ধাপরাধীদের বিচারও শুরু করেছিএ বিচারও শেষ করতে চাইযুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখতে জনগণের কাছে ভোট চাই গতকাল রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৬টি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভাবক্তব্যে তিনি এ কথা বলেনপ্রধানমন্ত্রী শেখ  হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে হবেআওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসীআমি বাবা-মা সব হারিয়েছিআমার এখন চিন্তা, দেশের মানুষের জন্য কিছু করা, যার জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করে গেছেনবিরোধী দল বিএনপিকে ‘লুটেরার দল’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি লুটেরা দলতারা ক্ষমতায় গেলে দেশ পিছিয়ে যাবে, মানুষের জীবনে অন্ধকার নেমে আসবেএকমাত্র আওয়ামী লীগই পারবে দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতেএজন্য আমরা আরেকবার ভোট চাইআরেকবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে একুশ শতকের আগেই দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা  হবে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে অংশ হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় সভায় যশোর,  টাঙ্গাইল,  কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম ও নওগাঁর জেলা, উপজেলা, থানা ও প্রথম শ্রেণীর  পৌরসভা কমিটিগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের  সাথে বৈঠক করেন তিনি

 

 

Exit mobile version